গণনা পুস্তক 34:12 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 তখন সেই সীমানা যর্দ্দন দিয়ে যাবে এবং লবণ সমুদ্র পর্যন্ত ছড়িয়ে যাবে; চারদিকের সীমানা অনুসারে এই তোমাদের দেশ হবে’।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 পরে সে সীমা জর্ডান দিয়ে যাবে এবং লবণ-সমুদ্র পর্যন্ত বিস্তৃত হবে; চারদিকের সীমা অনুসারে এটা তোমাদের দেশ হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 তারপর সীমানা জর্ডন বরাবর নেমে গিয়ে মরুসাগরে শেষ হবে। “ ‘এই হবে চতুর্দিকের সীমানা সম্বন্ধিত তোমাদের দেশ।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 এরপর সেই সীমারেখা জর্ডন নদী বরাবর বিস্তৃত হয়ে মরুসাগরে গিয়ে শেষ হবে। এই হবে তোমাদের দেশের চারিদিকের সীমানা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 পরে সে সীমা যর্দ্দন দিয়া যাইবে, এবং লবণসমুদ্র পর্য্যন্ত বিস্তৃত হইবে; চতুঃসীমানুসারে এই তোমাদের দেশ হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 এরপর সীমান্তটি যর্দন নদীর সীমান্ত বরাবর বিস্তৃত থাকবে। এটি লবণ সাগরে গিয়ে শেষ হবে। ঐগুলোই হল তোমার দেশের চারধারের সীমানা।” অধ্যায় দেখুন |