Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 33:45 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

45 ইয়ীম থেকে যাত্রা করে দীবোন-গাদে শিবির স্থাপন করল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

45 ইয়ীম থেকে যাত্রা করে দীবোন-গাদে শিবির স্থাপন করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

45 তারা ঈয়ী-অবারীম ত্যাগ করে দীবোন গাদে ছাউনি স্থাপন করল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

45 ইয়িম ছেড়ে তারা গেল দিবোন-গাদ-এ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

45 ইয়ীম হইতে যাত্রা করিয়া দীবোন-গাদে শিবির স্থাপন করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

45 লোকরা ইয়ীম (ইয়ী-অবারীমে) ত্যাগ করে দীবোন-গাদে শিবির স্থাপন করেছিল।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 33:45
6 ক্রস রেফারেন্স  

সেখান থেকে যাত্রা করে সেরদ উপত্যকাতে শিবির স্থাপন করল।


ওবোৎ থেকে যাত্রা করে মোয়াবের প্রান্তস্থিত ইয়ী-অবারীমে শিবির স্থাপন করল।


দীবোন-গাদ থেকে যাত্রা করে অলমোন-দিব্লাথয়িমে শিবির স্থাপন করল।


এ শাসনকর্ত্তাদের খনন করা কুয়ো, রাজদণ্ড ও নিজেদের লাঠি দিয়ে লোকেদের অভিজাতরা এটা খনন করেছেন।” পরে তারা মরুভূমি থেকে মত্তানায় ও


গাদ সন্তানরা দীবোন, অটারোৎ, অরোয়ের,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন