গণনা পুস্তক 33:44 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী44 ওবোৎ থেকে যাত্রা করে মোয়াবের প্রান্তস্থিত ইয়ী-অবারীমে শিবির স্থাপন করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস44 ওবোৎ থেকে যাত্রা করে মোয়াবের প্রান্তস্থিত ইয়ী-অবারীমে শিবির স্থাপন করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ44 ওবোৎ ত্যাগ করে তারা মোয়াবের সীমানায় ঈয়ী-অবারীমে ছাউনি স্থাপন করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)44 ওবোত ছেড়ে তারা মোয়াবের সীমান্তে ইয়ি-অবারিম-এ এসে ছাউনি ফেলল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)44 ওবোৎ হইতে যাত্রা করিয়া মোয়াবের প্রান্তস্থিত ইয়ী-অবারীমে শিবির স্থাপন করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল44 ওবোৎ ত্যাগ করে ইয়ী-অবারীমে শিবির স্থাপন করেছিল। এই জায়গাটি মোয়াব দেশের সীমান্তে অবস্থিত ছিল। অধ্যায় দেখুন |