Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 32:35 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 অটরোত শোফন, যাসের, যগবিহ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 অটারোৎ, অরোয়ের এবং

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 অটারোৎ শোফন, যাসের, যগ্‌বিহ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

35 অটরোৎ-শোফন, যাসের, যগনেহা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 অটারোৎ ও অরোয়ের, এবং অট্‌রোৎ-শোফন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 অটারোৎ‌-শোফন, যাসের ও যগবিহ এবং

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 32:35
7 ক্রস রেফারেন্স  

“অটারোৎ, দীবোন, যাসের নিম্রা, হিষ্বোন, ইলিয়ালী, সেবাম, নবো ও বিয়োন,


রূবেণ সন্তানদের ও গাদ সন্তানদের অনেক পশুধন ছিল; তারা যাসের দেশ ও গিলিয়দ দেশ পর্যবেক্ষণ করল, আর দেখ, সে স্থান পশুপালনের স্থান।


গাদ সন্তানরা দীবোন, অটারোৎ, অরোয়ের,


বৈৎ-নিম্রা ও বৈৎ-হারণ, এইসব দেওয়ালে ঘেরা শহর ও মেষবাথান তৈরী করল।


তাঁরা যর্দ্দন পার হয়ে, গাদ দেশের উপত্যকার মধ্যে অবস্থিত নগরের দক্ষিণ পাশে অরোয়েরে এবং যাসেরে শিবির স্থাপন করলেন৷


পরে গিদিয়োন নোবহের ও যগ্‌বিহের পূর্বদিকে তাঁবুতে বসবাসকারীদের পথ দিয়ে উঠে গিয়ে সেই সৈন্যদেরকে আঘাত করলেন, যেহেতু সৈন্যরা নিশ্চিন্তে ছিল।


কারণ হিশবোনের ক্ষেতগুলো আর সিবমার আঙ্গুর লতা শুকিয়ে গেল। জাতিদের শাসনকর্তারা উত্কৃষ্ট আঙ্গুর গাছগুলি মাড়িয়ে গেছে; সেগুলো যাসের পর্যন্ত গিয়ে পৌঁছাত ও মরুপ্রান্তের দিকে ছড়িয়ে যেত। তার ডালগুলি চারিদিকে ছড়িয়ে পড়েছিল, সে সব সমুদ্র পার হয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন