গণনা পুস্তক 31:48 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী48 সৈন্য সামন্তের উপরে কর্তৃত্বকারী সহস্রপতিরা ও শতপতিরা মোশির কাছে আসলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস48 পরে হাজার সৈন্যের উপরে কর্তৃত্বকারী সহস্রপতি ও শতপতিরা মূসার কাছে আসলেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ48 তখন সামরিক বিভাগের পদস্থ আধিকারিকেরা, অর্থাৎ সহস্র-সেনাপতিরা ও শত-সেনাপতিরা, মোশির কাছে গিয়ে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)48 পরে সহস্র ও শত সৈন্যের নায়কেরা মোশির কাছে এসে বললেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)48 পরে সৈন্যসাহস্রের উপরে কর্ত্তৃত্বকারী সহস্রপতিরা ও শতপতিরা মোশির নিকটে আসিলেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল48 এরপর সৈন্যদের নেতারা (1000 জন পুরুষের উর্দ্ধতন নেতারা এবং 100 জন পুরুষের উর্দ্ধতন নেতারা) মোশির কাছে এলেন। অধ্যায় দেখুন |