গণনা পুস্তক 31:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 শুধু সোনা, রূপা, পিতল, লোহা, টিন ও সীসা অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 কেবল সোনা, রূপা, ব্রোঞ্জ, লোহা, রাঙ্গ ও সীসা প্রভৃতি অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 সোনা, রুপো, ব্রোঞ্জ, লোহা, টিন, সীসা, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22-23 সোনা, রূপো, পিতল, লোহা, টিন, সীসা, প্রভৃতি ধাতুর দ্রব্য যা আগুনে নষ্ট হয় না সেগুলি আগুনে শোধন করবে, তাহলে সেগুলি শুচি হবে। কিন্তু তা সত্ত্বেও শুদ্ধিবারিতে সেগুলিকে শুদ্ধ করে নিতে হবে। যে সব দ্রব্য আগুনে নষ্ট হয় সেগুলি তোমরা জলে শোধন করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 কেবল স্বর্ণ, রৌপ্য, পিত্তল, লৌহ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22-23 কিন্তু আগুনে দেওয়া যাবে এমন দ্রব্যসামগ্রীর সম্পর্কে নিয়ম আলাদা। তোমরা অবশ্যই সোনা, রূপো, পিতল, লোহা, টিন অথবা সীসা আগুনের মধ্যে দিয়ে নিয়ে যাবে এবং তারপর ঐ জিনিসগুলোকে জল দিয়ে পরিষ্কার করবে তাহলে সেগুলো পবিত্র হবে। যদি কোনো দ্রব্যসামগ্রীকে আগুনে রাখা না যায়, তাহলে তোমরা অবশ্যই সেগুলোকে জল দিয়ে পরিষ্কার করবে। অধ্যায় দেখুন |