গণনা পুস্তক 22:3 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 মোয়াব তাদেরকে খুব ভয় পেল কারণ ইস্রায়েল সন্তানদের জন্য মোয়াব আতঙ্কিত ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 বনি-ইসরাইলরা সংখ্যায় অনেক ছিল বলে মোয়াব ভীষণ ভয় পেল; তাদের দেখে মোয়াবীয়দের হৃদয় ভয়ে গলে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 এবং বিশাল জনতা দেখে মোয়াব অত্যন্ত শঙ্কিত হল। প্রকৃতপক্ষে, মোয়াব ইস্রায়েলীদের জন্য ত্রাসে পূর্ণ হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 মোয়াবের অধিবাসীরা ইসরায়েলীদের ভয়ে সন্ত্রস্ত হয়ে উঠল। কারণ ইসরায়েলীরা সংখ্যায় অনেক বেশি ছিল। তাদের দেখে মোয়াবীরা খুবই উদ্বিগ্ন হয়ে উঠল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আর লোকদের বহুত্ব প্রযুক্ত মোয়াব তাহাদের হইতে অতিশয় ভীত হইল; ইস্রায়েল-সন্তানগণ হইতে মোয়াব উদ্বিগ্ন হইল। অধ্যায় দেখুন |
তারা যিহোশূয়কে এর উত্তরে বলল, “আপনাদেরকে এই সমস্ত দেশ দেওয়ার জন্য ও আপনাদের সামনে থেকে এই দেশে বসবাসকারী সমস্ত লোককে ধ্বংস করার জন্য আপনার ঈশ্বর সদাপ্রভু তাঁর দাস মোশিকে যে আদেশ করেছিলেন, তার নিশ্চিত সংবাদ আপনার দাস আমরা পেয়েছিলাম, এই জন্য আমরা আপনাদের কাছ থেকে প্রাণ হারানোর ভয়ে, খুবই ভয় পেয়ে এই কাজ করেছি।