গণনা পুস্তক 21:27 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 এই জন্য কবিরা বলেন, “তোমরা হিষ্বোনে এস, সীহোনের শহর তৈরী ও সুরক্ষিত হোক; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 এজন্য কবিরা বলেন, তোমরা হিষ্বোনে এসো, সীহোনের নগর নির্মিত ও সুদৃঢ় হোক; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 সেইজন্য কবিরা বলেছেন, “হিষ্বোনে এসো, তা পুনর্নির্মিত হোক, সীহোনের নগর পুনরুদ্ধার হোক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 এই জন্যই চারণ কবিরা গান গায়: “তোমরা হিষ্বোণে এস, সিহোনের রাজধানী হোক সুদৃঢ়, পুর্নগঠিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 এই জন্য কবিগণ কহেন, তোমরা হিষ্বোনে আইস, সীহোনের নগর নির্ম্মিত ও দৃঢ়ীকৃত হউক; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 এই কারণেই গায়করা গেয়ে থাকেন: “হিষ্বোনে যাও এবং হিষ্বোন শহরকে আবার তৈরী কর! সীহোনের শহরটিকে শক্ত কর! অধ্যায় দেখুন |