গণনা পুস্তক 2:3 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 পূর্ব দিকে সূর্য্য উদয়ের দিকে, নিজেদের সৈন্য অনুসারে যিহূদার লোকেরা তাদের শিবিরের পতাকার কাছে একত্রিত হবে এবং অম্মীনাদবের ছেলে নহশোন যিহূদা সন্তানদের নেতা হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 পূর্ব পাশে সূর্যোদয়ের দিকে এহুদার সৈন্য অনুসারে তাদের শিবিরের নিশান সম্বন্ধীয় লোকেরা শিবির স্থাপন করবে এবং অম্মীনাদবের পুত্র নহশোন এহুদা-বংশের লোকদের নেতা হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 পূর্বদিকে, সূর্যোদয় অভিমুখে: যিহূদার শিবিরের সেনাদল তাদের পতাকার তলায় সন্নিবেশিত হবে। অম্মীনাদবের ছেলে নহশোন যিহূদা জনগোষ্ঠীর নেতা হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3-9 শিবিরের সম্মুখে পূর্বদিকে যিহুদা গোষ্ঠীর পতাকাতলে যিহূদা গোষ্ঠীভুক্ত লোকেরা তাদের নেতৃবৃন্দের পরিচালনাধীনে ছাউনি ফেলবে। বংশ গোষ্ঠীপতি সংখ্যা যিহুদা অম্মীনাদবের পুত্র নহশোন 74,600 ইষাখর সুয়ারের পুত্র নথনেল 54,400 সবুলুন হেলোনের পুত্র ইলীয়াব 57,400 সর্বমোট 186,400 যিহুদা গোষ্ঠীর লোকেরাই প্রথমে যাত্রা শুরু করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 পূর্ব্ব পার্শ্বে সূর্য্যোদয়ের দিকে আপন সৈন্য অনুসারে যিহূদার শিবিরের পতাকা সম্বন্ধীয় লোকেরা সন্নিবেশিত হইবে; এবং অম্মীনাদবের পুত্র নহশোন যিহূদা-সন্তানগণের অধ্যক্ষ হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 “পূর্বদিকে, যে দিকে সূর্যোদয় হয়, সেদিকে থাকবে যিহূদার শিবিরের পতাকা। যিহূদার লোকরা এই পতাকার কাছেই শিবির স্থাপন করবে। অম্মীনাদবের পুত্র নহশোন হলেন যিহূদার লোকদের নেতা। অধ্যায় দেখুন |