গণনা পুস্তক 10:30 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 তিনি তাকে বললেন, “আমি যাব না, আমি নিজের দেশে ও নিজের আত্মীয়দের কাছে যাব।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 তিনি তাঁকে বললেন, আমি যাব না, আমি আমার দেশে ও আমার জ্ঞাতিদের কাছে যাব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 সে উত্তর দিল, “না আমি যাব না। আমি স্বদেশে, আমার স্বজাতির কাছে ফিরে যাচ্ছি।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 কিন্তু তিনি বললেন, না, আমি যাব না, আমি স্বদেশে আমার আত্মীয় স্বজনের কাছেই ফিরে যাব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 তিনি তাঁহাকে কহিলেন, আমি যাইব না, আমি আপন দেশে ও আপন জ্ঞাতিদের নিকটে যাইব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 কিন্তু হোবব উত্তর দিল, “না, আমি তোমাদের সঙ্গে যাবো না। আমি আমার জন্মভূমিতে, আমার নিজের লোকদের কাছে ফিরে যাবো।” অধ্যায় দেখুন |