উপ 8:2 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 আমি তোমায় পরামর্শ দিই তুমি রাজার আদেশ পালন কর কারণ ঈশ্বর শপথ করেছেন তাকে রক্ষা করার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 আমার পরামর্শ এই, তুমি বাদশাহ্র হুকুম পালন কর; আল্লাহ্র সাক্ষাতে কৃত শপথ করেছ বলেই তা সম্পন্ন কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 আমার উপদেশ এই যে, তুমি তোমার রাজার আদেশ পালন করো, কেননা ঈশ্বরের সামনে তুমি এই শপথ করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 রাজার আদেশ পালন কর, যদি কোনও শপথ কর ঈশ্বরের কাছে, তবে তা হঠকারী ভাবে করো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আমার পরামর্শ এই, তুমি রাজার আজ্ঞা পালন কর; ঈশ্বরের [সাক্ষাতে কৃত] শপথ প্রযুক্তই তাহা কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 আমি সর্বদা রাজার আদেশ মান্য করি। আমি এটা করি কারণ আমি ঈশ্বরের কাছে একটি প্রতিশ্রুতি করেছি। অধ্যায় দেখুন |