উপ 7:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 খুব বেশি দুষ্ট বা বোকা হয়ো না। কেন তুমি মরবে তোমার দিনের র আগে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 কেন নিজেকে নষ্ট করবে? অতি দুষ্ট হয়ো না, অজ্ঞানও হয়ো না; তোমার সময় না হতে কেন মরবে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 অতি দুষ্ট হোয়ো না, আর বোকামিও কোরো না— কেন তুমি অসময়ে মারা যাবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 আবার এ-ও বলি: অতি দুষ্ট বা মূর্খও হয়ো না, তার ফলে তোমার মৃত্যু হবে অকালে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 কেন আপনাকে নষ্ট করিবে? অতি দুষ্ট হইও না, অজ্ঞানও হইও না; তোমার সময় না হইতে কেন মরিবে? অধ্যায় দেখুন |