Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




উপ 4:5 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 বোকা তার হাত গুটিয়ে রাখে এবং কাজ করে না, স সে নিজেকে ধ্বংস করছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 হীনবুদ্ধি হাত জড়সড় করে নিজের মাংস ভোজন করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 বোকারা হাত গুটিয়ে রাখে এবং নিজেদের ধ্বংস করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 মূর্খই বসে থাকে হাত গুটিয়ে এবং অনাহারে শুকিয়ে মরে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 হীনবুদ্ধি হস্ত জড়সড় করিয়া আপন মাংস ভোজন করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 কিছু লোক বলে, “হাত গুটিয়ে কিছু না করে বসে থাকাটা বোকামো। কাজ না করলে না খেতে পেয়ে মরতে হবে।”

অধ্যায় দেখুন কপি




উপ 4:5
10 ক্রস রেফারেন্স  

তারা কেউ ডান হাতের দিকে টেনে নেয়, তবুও ক্ষুধিত থাকে; আবার কেউ বাঁ হাতের দিকে গ্রাস করে, কিন্তু তৃপ্ত হয় না। প্রত্যেকে নিজেদের বাচ্ছার মাংস খায়;


অলস শরত্কালে হাল বহে না, শস্যের দিনের ফসল চাইবে, কিন্তু কিছুই পাবে না।


অলসের অভিলাষ লালসা করে, কিছুই পায় না; কিন্তু পরিশ্রমীদের অভিলাষ প্রচুর পরিমাণে সন্তুষ্ট হয়।


আমি আমার নিজের মাংস আমার দাঁতে নিয়ে যাব; আমি আমার হাতে আমার জীবন নেব।


অলস শিকারে ধৃত পশু রান্না করে না; কিন্তু মানুষের মূল্যবান রত্ন পরিশ্রমীর পক্ষে।


দয়ালু নিজের প্রাণের উপকার করে; কিন্তু নির্দয় নিজেকে ক্ষতি করে।


একজন জ্ঞানী লোকের মুখের কথা অনুগ্রহ যুক্ত, কিন্তু মূর্খের ঠোঁট নিজেকে গিলে ফেলে।


হে অলস, তুমি কত কাল শুয়ে থাকবে? কখন ঘুম থেকে উঠবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন