উপ 3:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 হাঁসার দিন এবং কাঁদার দিন আছে, শোক করার দিন এবং আনন্দ করার দিন আছে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 ভাঙ্গবার ও গাঁথবার কাল; কাঁদবার ও হাসার কাল; মাতম করার ও নৃত্য করার কাল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 কাঁদবার সময় ও হাসবার সময়, শোক করবার সময় ও নাচবার সময়, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আছে হাসি-কান্নার কাল, শোক, দুঃখ ও নৃত্যগীতের কাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 ভাঙ্গিবার কাল ও গাঁথিবার কাল; রোদন করিবার কাল ও হাস্য করিবার কাল; বিলাপ করিবার কাল ও নৃত্য করিবার কাল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কান্নারও সময় আছে, হাসারও সময় আছে। দুঃখ পাবার যেমন সময় আছে, তেমনি আনন্দে নাচ করারও সময় আছে। অধ্যায় দেখুন |