উপ 10:16 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 দেশে সমস্যা থাকবে যদি তোমার রাজা শিশু হয় এবং তোমার নেতারা সকালে ভোজ শুরু করে! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 হে দেশ, ধিক্ তোমাকে, যদি তোমার বাদশাহ্ বালক হন ও তোমার শাসনকর্তারা যদি খুব ভোরে ভোজন করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 ধিক্ সেই দেশ যার রাজা আগে দাস ছিলেন এবং সেখানকার রাজপুরুষেরা সকাল বেলাতেই ভোজ খায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 দুর্ভাগা সেই দেশ, যে দেশের রাজা, তরুণ, কিশোর এবং মন্ত্রীরা দিনরাত মত্ত থাকে আমোদ-প্রমোদে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 হে দেশ, ধিক্ তোমাকে, যদি তোমার রাজা বালক হন, ও তোমার অধ্যক্ষগণ যদি প্রত্যূষে ভোজন করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 একজন রাজা যদি শিশুসুলভ হয় তা যে কোন দেশের পক্ষেই খারাপ। আবার কোন দেশের শাসক যদি ভোজন বিলাসে মত্ত থাকে সব সময় সেটা দেশের পক্ষে ভালো নয়। অধ্যায় দেখুন |