উপ 1:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 এক প্রজন্ম যায় এবং আর এক প্রজন্ম আসে, কিন্তু পৃথিবী চিরকাল থেকে যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 এক পুরুষ চলে যায়, আর এক পুরুষ আসে; কিন্তু দুনিয়া নিত্যস্থায়ী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 এক পুরুষ চলে যায় এবং আর এক পুরুষ আসে, কিন্তু পৃথিবী চিরকাল থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 প্রজন্মের পর প্রজন্ম আসে, আবার চলেও যায়, কিন্তু জগত-সংসার যেমন ছিল তেমনই রয়ে যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 এক পুরুষ চলিয়া যায়, আর এক পুরুষ আইসে; কিন্তু পৃথিবী নিত্যস্থায়ী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 বংশপরম্পরা পর্যায়ক্রমে আসে এবং যায়। কিন্তু পৃথিবী চিরন্তণ। অধ্যায় দেখুন |