ইয়োব 9:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 কারণ তিনি আমায় প্রচণ্ড ঝড়ে ভেঙে ফেলেন এবং অকারণে আমার ক্ষত বৃদ্ধি করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 কেননা তিনি আমাকে ঝড়ে ভেঙে ফেলেন, অকারণে পুনঃ পুনঃ ক্ষতবিক্ষত করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 এক ঝড় পাঠিয়ে তিনি আমাকে চূর্ণ করবেন, ও অকারণেই আমার ক্ষতস্থানগুলির সংখ্যা বৃদ্ধি করবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 কারণ তিনি আমাকে জর্জরিত করার জন্য ঝড় পাঠান, অকারণেই আমাকে করেন ক্ষত-বিক্ষত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 কেননা তিনি আমাকে ঝড়ে ভাঙ্গিয়া ফেলেন, অকারণে পুনঃপুনঃ ক্ষতবিক্ষত করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 অকারণে তিনি আমার দেহে প্রচুর ক্ষত দেবেন। আমাকে আঘাত করার জন্য ঈশ্বর ঝড় পাঠাবেন। অধ্যায় দেখুন |