ইয়োব 8:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তার শিকড় পাথরের ঢিবি জড়িয়ে ধরে; পাথরের মধ্যে তারা ভালো জায়গা খোঁজে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 প্রস্তররাশিতে তার শিকড় জড়িত হয়, সে পাথরের মধ্যে বেঁচে থাকে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 সেটির মূল পাষাণ-পাথরের গাদায় জড়িয়ে যায় ও তা পাথরের মধ্যে এক স্থান খুঁজে নেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তার শিকড় পাথরগুলিকে জড়িয়ে ধরে ঢেকে ফেলে, প্রত্যেকটি পাথর শক্ত করে আঁকড়ে থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 প্রস্তররাশিতে তাহার শিকড় জড়িত হয়, সে পাষাণচয়ের স্থান দেখিতে পায়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 পাথরের চাঁইয়ের মধ্যে সে তার শিকড় ছড়িয়ে রাখে, পাথরের মধ্যেই সে তার শিকড় গজায়। অধ্যায় দেখুন |