ইয়োব 7:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 মানুষ কি, যে তোমায় তার দিকে মনোযোগ দিতে হবে, যে তোমায় তার ওপর লক্ষ্য রাখতে হবে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 মর্ত্য কি যে, তুমি তাকে মহান জ্ঞান কর, যে, তার উপরে তোমার মন পড়ে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 “মানবজাতি কী যে তুমি তাদের এত বিরাট কিছু মনে করো, যে তুমি তাদের প্রতি এত মনোযোগ দাও, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 মানুষ কি যে তুমি তাকে এত গুরুত্ব দাও? কেন লক্ষ্য কর তার কার্যকলাপ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 মর্ত্ত্য কি যে, তুমি তাহাকে মহান্ জ্ঞান কর, যে, তাহার উপরে তোমার মন পড়ে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 ঈশ্বর, কেন মানুষ আপনার কাছে এত গুরুত্বপূর্ণ? কেন আপনি তাকে এত লক্ষ্য করেন? অধ্যায় দেখুন |