ইয়োব 6:29 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 তোমরা ফিরে যাও, অন্যায় না হোক; আমি বলি ফিরে যাও, আমার অভিযোগ ন্যায্য। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 তোমরা ফিরে যাও, অন্যায় করো না; আমি বলি, ফিরে যাও, আমি ন্যায়ের পক্ষে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 কঠোরতা কমাও, অন্যায় কোরো না; পুনর্বিবেচনা করো, কারণ আমার সততা বিপন্নতার সম্মুখীন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 আমার প্রতি আর অবিচার করো না অপরাধী সাব্যস্ত করো না আমাকে আমি কোন অন্যায় করিনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 তোমরা ফিরিয়া যাও, অন্যায় না হউক; আমি বলি, ফিরিয়া যাও, আমার পক্ষ ন্যায্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 তোমার সিদ্ধান্তগুলি পুনর্বিবেচনা কর। অন্যায় বিচার করো না। পুনরায় বিবেচনা কর কারণ এ ব্যাপারে আমি নির্দোষ। আমি কোন ভুল করিনি। অধ্যায় দেখুন |