ইয়োব 5:25 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 তুমি আরও জানবে যে তোমার বংশ মহান হবে, তোমার সন্তানসন্ততি মাঠের ঘাসের মত হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তুমি জানবে, তোমার বংশ বহু সংখ্যক হবে, তোমার সন্তান-সন্ততি ভূমির ঘাসের মত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 তুমি জানবে যে তোমার সন্তানেরা অসংখ্য হবে, ও তোমার বংশধরেরা মাটির ঘাসের মতো হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 মাঠের তৃণদলের মতই তোমার সন্তানেরা হবে অসংখ্য। বংশধরেরা হবে অগণিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তুমি জানিবে, তোমার বংশ বহুসংখ্যক হইবে, তোমার সন্তানসন্ততি ভূমির তৃণের ন্যায় হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 তুমি জানবে যে তোমার প্রচুর সন্তানাদি হবে। পৃথিবীতে যত ঘাস আছে তোমার উত্তরপুরুষদের সংখ্যাও ততগুলোই হবে। অধ্যায় দেখুন |