ইয়োব 5:1 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 এখন ডাক, এখানে কি কেউ আছে যে তোমায় উত্তর দেবে? কোন পবিত্র ব্যক্তির দিকে তুমি ফিরবে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 তুমি ডাক দেখি, কেউ কি তোমাকে উত্তর দেবে? পবিত্রগণের মধ্যে তুমি কার আশ্রয় নেবে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 “ডাকতে চাইলে ডাকো, কিন্তু কে তোমায় উত্তর দেবে? পবিত্রজনেদের মধ্যে তুমি কার শরণাপন্ন হবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 এলিফস বলে চললেনঃ ইয়োব সবাইকে ডেকে একথা বল, দেখ কেউ উত্তর দেয় কিনা। এমন কোন স্বর্গদূত আছে কি যার দিকে তুমি সাহায্যের আশায় তাকাবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 তুমি ডাক দেখি, কেহ কি তোমাকে উত্তর দিবে? পবিত্রগণের মধ্যে তুমি কাহার শরণ লইবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 “ইয়োব, তুমি যদি চাও তো চিৎকার কর, কিন্তু কেউ তোমার ডাকে সাড়া দেবে না! তুমি কোন্ পবিত্র সত্তার দিকে ফিরবে? অধ্যায় দেখুন |