ইয়োব 42:7 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 এই সমস্ত কথা ইয়োবকে বলার পর, সদাপ্রভু তৈমনীয় ইলীফসকে বললেন, “আমার প্রচন্ড ক্রোধ তোমার বিরুদ্ধে এবং তোমার বন্ধুদের বিরুদ্ধে জ্বলে উঠেছে, কারণ তোমরা আমার বিষয়ে সঠিক কথা বলনি যেমন আমার দাস ইয়োব বলেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আইউবকে এসব বলবার পর মাবুদ তৈমনীয় ইলীফসকে বললেন, তোমার ও তোমার দুই বন্ধুর প্রতি আমার ক্রোধের আগুন জ্বলে উঠেছে, কারণ আমার গোলাম আইউব যেমন বলেছে, তোমরা আমার বিষয়ে তেমন যথার্থ কথা বল নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 ইয়োবকে এসব কথা বলার পর, সদাপ্রভু তৈমনীয় ইলীফসকে বললেন, “তোমার উপরে এবং তোমার দুই বন্ধুর উপরে আমি ক্রুদ্ধ হয়েছি, কারণ আমার দাস ইয়োবের মতো তোমরা আমার সম্পর্কে সত্যিকথা বলোনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 ইয়োবকে এই সব কথা বলার পর প্রভু পরমেশ্বর তেমান নিবাসী এলিফসকে বললেন, তোমার এবং তোমার দুই বন্ধুর উপর আমি ক্রুদ্ধ হয়েছি। কারণ আমার দাস ইয়োব যেমন বলেছে, তোমরা আমার সম্পর্কে তেমন যথার্থ কথা বলনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 ইয়োবকে এই সকল বলিবার পর সদাপ্রভু তৈমনীয় ইলীফসকে কহিলেন, তোমার প্রতি ও তোমার দুই বন্ধুর প্রতি আমার কোপাগ্নি প্রজ্বলিত হইয়াছে, কারণ আমার দাস ইয়োব যেরূপ বলিয়াছে, তোমরা আমার বিষয়ে তদ্রূপ যথার্থ কথা বল নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 ইয়োবের সঙ্গে কথা শেষ করার পর, প্রভু তৈমন থেকে আসা ইলীফসের সঙ্গে কথা বললেন। প্রভু ইলীফসকে বললেন, “আমি তোমার প্রতি ও তোমার দুই বন্ধুর প্রতি ক্রুদ্ধ হয়েছি। কেন? কারণ তোমরা আমার সম্পর্কে সঠিক কথা বলো নি। কিন্তু ইয়োব আমার সেবক এবং ইয়োব আমার সম্পর্কে সঠিক কথা বলেছে। অধ্যায় দেখুন |