ইয়োব 41:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তারা একে অপরের সঙ্গে যুক্ত; তারা একসঙ্গে যুক্ত, যাতে তাদের আলাদা করা না যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 সেসব পরস্পর সংযুক্ত, সেগুলো একত্র সংলগ্ন, কিছুতেই আলাদা করা যায় না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 সেগুলি পরস্পরের সঙ্গে অটলভাবে জুড়ে আছে; সেগুলি একসাথে আটকে আছে ও সেগুলি আলাদা করা যায় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 সেগুলি একটির সঙ্গে আর একটি সংযুক্ত, পরস্পর ঘনসংঘবদ্ধ, কিছুতেই তাদের পৃথক করা যায় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 সেই সকল পরস্পর সংযুক্ত, সেগুলি একত্র সংলগ্ন, কিছুতেই ভিন্ন হয় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 বর্মগুলি একে অন্যের সঙ্গে সংযুক্ত। বর্মগুলি এতই ঘন, সংবদ্ধ যে ওদের টেনে আলাদা করা যায় না। অধ্যায় দেখুন |