ইয়োব 40:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 পদ্ম গাছ নিজের ছায়ায় তাদের ঢাকে; নদীর গাছ তার চারিদিকে ঘিরে থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 পদ্ম গাছ তার নিচে তাকে আচ্ছাদন করে, উপত্যকার বাইশি গাছ তার চারদিকে থাকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 পদ্মবন তার ছায়ায় তাকে আড়াল করে রাখে; জলস্রোতের ধারে থাকা ঝাউ গাছ তাকে ঘিরে রাখে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 পদ্মবন ও নদীতীরের ঝোপগুলি তার উপর ছায়া বিস্তার করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 পদ্ম গাছ নিজ ছায়ায় তাহাকে আচ্ছন্ন করে, উপত্যকার বাইশি বৃক্ষ তাহার চারি দিকে থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 ঘন পাতা যুক্ত গাছ তার ছায়াতে বহেমোতকে লুকিয়ে ফেলে। নদীর ধারে উইলো গাছের নীচে সে থাকে। অধ্যায় দেখুন |