ইয়োব 40:11 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 তোমার প্রচন্ড রাগ ছেড়ে দাও; প্রত্যেকে অহঙ্কারীর দিকে তাকাও এবং তাকে নত কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 তোমার ভীষণ গজব ঢেলে দাও, প্রত্যেক অহঙ্কারীকে দেখামাত্র নত কর; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 তোমার ক্রোধের উন্মত্ততা নিয়ন্ত্রণমুক্ত করো, যারা অহংকারী তাদের দিকে তাকাও ও তাদের নিচে টেনে নামাও, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 দাম্ভিকদেরা দিকে চেয়ে দেখ তোমার প্রচণ্ড ক্রোধ ঢেলে দিয়ে অবনমিত কর তাদের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তোমার উচ্চণ্ড ক্রোধ ঢালিয়া দেও, প্রত্যেক অহঙ্কারীকে দৃক্পাতমাত্র নত কর; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 যদি তুমি ঈশ্বরের মত হও তুমি ক্রোধ প্রদর্শন করে অহঙ্কারী লোকেদের শাস্তি দিতে পারো। ওই অহঙ্কারীদের নম্র করে তুলতে পারো। অধ্যায় দেখুন |