ইয়োব 4:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 দেখ, যদি ঈশ্বর তাঁর দাসের ওপর বিশ্বাস না রাখেন; যদি তিনি তাঁর দূতদের মূর্খতায় দোষী করেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 দেখ, তিনি নিজের গোলামদেরকেও বিশ্বাস করেন না, তাঁর ফেরেশতাদের মধ্যেও ত্রুটির দোষারোপ করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 ঈশ্বর যদি তাঁর দাসেদের বিশ্বাস না করেন, তিনি যদি তাঁর স্বর্গদূতদেরও দোষারোপ করেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 ঈশ্বর তাঁর ভক্তদের বিশ্বাস করেন না এমন কি স্বর্গদূতেরাও তাঁর কাছে ত্রুতিহীন নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 দেখ, তিনি আপন দাসগণকেও বিশ্বাস করেন না, আপন দূতগণেতেও ত্রুটির দোষারোপ করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 দেখ, ঈশ্বর তাঁর স্বর্গের দাসদের প্রতিও নির্ভর করতে পারেন না। ঈশ্বর তাঁর দূতদের মধ্যেও ভুল ত্রুটি দেখেন। অধ্যায় দেখুন |