Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 39:30 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 তার বাচ্চারাও রক্ত পান করে; যেখানে মরা মানুষ, সেখানে সেও থাকে।”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 তার বাচ্চাগুলোও রক্ত চোষে, যে স্থানে লাশ, সেই স্থানে সেও থাকে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 তার শাবকেরা রক্ত পান করে তৃপ্ত হয়, ও যেখানে মৃতদেহ, সেও সেখানেই থাকে।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

30 তার শাবকেরা রক্ত চোষে, যেখানে নিহতের শব পড়ে থাকে সেখানেই সে যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 তাহার শাবকগণও রক্ত চুষে, সে স্থানে শব, সেই স্থানে সেও থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 যেখানে মৃতদেহ জমা করা হয় তারা সেখানে জড় হয়। তাদের ছানারা রক্ত পান করে।”

অধ্যায় দেখুন কপি




ইয়োব 39:30
4 ক্রস রেফারেন্স  

যেখান মৃতদেহ থাকে সেইখানে শকুন জড়ো হবে।


“হে প্রভু, কোথায়?” তিনি তাদের বললেন, “যেখানে মৃতদেহ, সেখানেই শকুন জড়ো হয়।”


সদাপ্রভু ইয়োবের সঙ্গে কথা বলে চললেন; তিনি বললেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন