ইয়োব 39:28 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 সে দূরারোহ পাহাড়ের গায়ে থাকে এবং এক সুরক্ষিত আশ্রয়ে, পাহাড়ের চূড়ায় তার ঘর বানায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 সে শৈলে বসতি করে, সেখানে তার বাসা, সে শৈলাগ্রে ও দুর্গম স্থানে থাকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 সে খাড়া উঁচু পাহাড়ে বসবাস করে ও সেখানেই রাত কাটায়; পাথরে ভরা এবড়োখেবড়ো খাড়া এক পাহাড় তার সুরক্ষিত আশ্রয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 শৈলশীর্ষে সে বাসা বাঁধে, সেখানেই তার বসতি, পাহাড়ের খাঁজে দুর্গমস্থানে সে থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 সে শৈল বসতি করে, তথায় তাহার বাসা, সে শৈলাগ্রে ও দুরাক্রম স্থানে থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 ঈগলপাখী উঁচু পাহাড়ে বাস করে। উঁচু দূরারোহ পাহাড়ের ধার হল ঈগলপাখীর নিরাপদ আশ্রয়স্থল। অধ্যায় দেখুন |