ইয়োব 39:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 উঠপাখির ডানা গর্বের সঙ্গে ঝাপটায়, কিন্তু তার ডানা এবং পালক কি ভালবাসার? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 উট পাখির ডানা উল্লাস করে, কিন্তু সারসের ডানা ও পালকের সঙ্গে তার তুলনা হয় না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 “উটপাখি আনন্দের সঙ্গে তার ডানা ঝাপটায়, যদিও সারসের ডানা ও পালকের সাথে সেগুলির তুলনা করা যায় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 উটপাখী গর্বভরে ডানা ঝাপটায় কিন্তু তার পক্ষচ্ছায়ে কি স্নেহমমতা আছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 উষ্ট্রপক্ষিণীর ডানা উল্লাস করে, কিন্তু তাহার পক্ষ ও পালখ কি স্নেহবান্? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 “একটি উটপাখী উত্তেজিত হয়ে ডানা ঝাপটায় কিন্তু উটপাখী উড়তে পারে না। এর ডানা ও পালক বকের ডানা ও পালকের মত নয়। অধ্যায় দেখুন |