ইয়োব 38:40 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী40 যখন তারা তাদের গুহায় গুড়ি মেরে থাকে এবং গুপ্ত জায়গায় শুয়ে অপেক্ষা করে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 যখন তারা গুহামধ্যে শয়ন করে, গুপ্ত স্থানে বসে শিকারের অপেক্ষায় থাকে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ40 যখন তারা গুহায় গুড়ি মেরে পড়ে থাকে বা ঘন ঝোপে অপেক্ষা করে বসে থাকে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 তারা যখন গুহায় শুয়ে থাকে কিম্বা গোপনে ওৎ পেতে থাকে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 যখন তাহারা গুহামধ্যে শয়ন করে, গুপ্ত স্থানে বসিয়া মৃগের অপেক্ষায় থাকে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 এই সিংহরা তাদের গুহায় লুকিয়ে থাকে। শিকার ধরবার জন্য তারা লম্বা ঘাসের মধ্যে লুকিয়ে ঘাপটি মেরে বসে থাকে। অধ্যায় দেখুন |