ইয়োব 38:34 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 তুমি কি মেঘেদের ওপর তোমার স্বর তুলতে পার, যাতে প্রচুর বৃষ্টিরজল তোমাকে ঢাকতে পারে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 তুমি কি মেঘ পর্যন্ত তোমার ধ্বনি তুলতে পার? যেন অতিবৃষ্টি তোমাকে আচ্ছন্ন করে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 “তুমি কি মেঘ পর্যন্ত তোমার আওয়াজ তুলতে পারো ও নিজেকে জলপ্লাবন দিয়ে ঢেকে ফেলতে পারো? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 তোমার নির্দেশ কি মেঘলোক পর্যন্ত পৌঁছে বর্ষণ করতে পারে বারিধারা? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 তুমি কি মেঘ পর্য্যন্ত তোমার রব তুলিতে পার, যেন বহুজল তোমাকে আচ্ছন্ন করে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 “ইয়োব, তুমি কি বৃষ্টির দিকে চেয়ে, তাদের নির্দেশ দিতে পারো, তোমাকে বৃষ্টিতে ঢেকে দিতে? অধ্যায় দেখুন |