Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 38:30 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 জল নিজেদেরকে লুকায় এবং পাথরের মতন হয়; গভীর জলতল কঠিন হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 পানি জমে পাথরের মত হয়, জলধির মুখ কঠিন হয়ে যায়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 যখন জল জমে পাথরের মতো শক্ত হয়ে যায়, যখন জলরাশির উপরের স্তর জমাট বেঁধে যায়?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

30 জল জমে পাথরের মত কঠিন হয়, জমাট বেঁধে যায় সমুদ্রের উপরিভাগ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 জল জমিয়া প্রস্তরবৎ হয়, জলধির মুখ কঠিন হইয়া যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 জল পাথরের মত শক্ত হয়ে জমে যায়। এমনকি সমুদ্রও জমে যায়!

অধ্যায় দেখুন কপি




ইয়োব 38:30
4 ক্রস রেফারেন্স  

ঈশ্বরের নিঃশ্বাসের দ্বারা বরফ দেওয়া হয়েছে; বিস্তৃত জল ধাতুর মত জমে গেছে।


কার গর্ভ থেকে বরফ এসেছে? আকাশের সাদা তুষারের জন্মদাতাই বা কে?


তুমি কি কৃত্তিকা নক্ষত্রের হার গাঁথতে পার, অথবা কালপুরুষের বাঁধন খুলতে পার?


তার পিছনে রাস্তা চক চক করে; কেউ কেউ মনে করে অগাধ জল সাদা চুলের মত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন