Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 38:29 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 কার গর্ভ থেকে বরফ এসেছে? আকাশের সাদা তুষারের জন্মদাতাই বা কে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 বরফ কার গর্ভ থেকে উৎপন্ন হয়েছে? আকাশ থেকে যে তুষার পড়ে তার জন্ম কে দিয়েছে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 কার গর্ভ থেকে বরফ বের হয়েছে? আকাশ থেকে ঝড়ে পড়া তুষারের জন্মই বা কে দিয়েছে

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

29 কার গর্ভ থেকে নির্গত হয়েছে তুষার? আকাশ থেকে ঝরে পড়া হিমানীর জননীই বা কে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 নীহার কাহার গর্ভ হইতে নির্গত হইয়াছে? আকাশীয় হিমানীর জন্ম কে দিয়াছে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 বরফের কি কোন জননী আছে? তুষারকে কে জন্ম দেয়?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 38:29
5 ক্রস রেফারেন্স  

ঈশ্বরের নিঃশ্বাসের দ্বারা বরফ দেওয়া হয়েছে; বিস্তৃত জল ধাতুর মত জমে গেছে।


কে কপাট দিয়ে সমুদ্রকে আটকাল যখন তা বেরিয়ে এসেছিল, যেন তা গর্ভ থেকে বেরিয়ে এসেছিল


যা বরফের জন্য অন্ধকারাছন্ন হয় এবং যার মধ্যে তুষার বিলীন হয়ে যায়।


জল নিজেদেরকে লুকায় এবং পাথরের মতন হয়; গভীর জলতল কঠিন হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন