ইয়োব 38:27 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 মরুভূমি এবং নির্জন এলাকার প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে এবং নরম ঘাস অংকুরিত হওয়ার জন্য? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 যেন মরুভূমি ও শুকনো স্থান তৃপ্ত হয়, এবং কোমল ঘাস উৎপন্ন হয়? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 যেন ঊষর পতিত জমি তৃপ্ত হয় ও সেখানে কচি ঘাস অঙ্কুরিত হয়? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 শুষ্ক পতিত ভূমিতে জলসিঞ্চন করে কে সেখানে তৃণ উৎপাদন করে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 যেন মরুভূমি ও শুষ্ক স্থান তৃপ্ত হয়, এবং কোমল তৃণ উৎপন্ন হয়? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 সেই বৃষ্টি, শূন্য ভূমিতে প্রচুর জল দেয় এবং ঘাস গজিয়ে ওঠে। অধ্যায় দেখুন |