Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 38:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 নিঃসন্দেহে তুমি জান, কারণ তুমি তখন জন্মেছিলে; তোমার আয়ুর সংখ্যা অনেক!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 আছ বৈ কি, তখন তো তোমার জন্ম হয়েছিল! তোমার তো অনেক বয়স হয়েছে!

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 নিশ্চয় জানো, কারণ তখন তো তোমার জন্ম হয়ে গিয়েছিল! তুমি তো বহু বছর ধরে বেঁচে আছ!

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 চেনো বৈকি! তখন তো তোমার জন্ম হয়েছিল! তোমার বয়স তো অনেক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 আছ বৈ কি, তখন ত তোমার জন্ম হইয়াছিল! তোমার ত অনেক বয়ঃক্রম হইয়াছে!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 এইগুলো তুমি নিশ্চয় জানো, ইয়োব, কারণ তুমি বয়ঃবৃদ্ধ এবং জ্ঞানী। যখন আমি এসব সৃষ্টি করেছিলাম তখন তুমি জীবিত ছিলে, তাই না?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 38:21
4 ক্রস রেফারেন্স  

তুমি কি সেই প্রথম মানুষ যে জন্মেছিল? পাহাড়ের আগে কি তোমার অস্তিত্ব ছিল?


তোমার জন্মের দিন থেকে, তুমি কি কখনও, ভোর শুরু হওয়ার আদেশ দিয়েছ এবং ভোরকে কি তার জায়গা জানিয়েছ।


যখন আমি পৃথিবীর ভিত স্থাপন করছিলাম তখন তুমি কোথায় ছিলে? যদি তোমার অনেক বুদ্ধি থাকে, তবে আমায় বল।


তুমি কি কখনও বরফের জন্য ভান্ডারগৃহে ঢুকেছ অথবা তুমি কি কখনও শিলার জন্য ভান্ডারগৃহ দেখেছ,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন