ইয়োব 38:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 যাতে এটা পৃথিবীর প্রান্তগুলো ধরতে পারে, যাতে পাপীরা এর থেকে ঝরে পরে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 যেন তা দুনিয়ার প্রান্ত সকল ধরে, আর দুষ্টদেরকে তা থেকে ঝেড়ে ফেলা যায়? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 যেন তা পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে ও সেখান থেকে দুষ্টদের ঝেড়ে ফেলে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 যেন তার আলোক পৃথিবীর প্রান্ত পর্যন্ত ব্যাপ্ত হয়, এবং উৎখাত করে মন্দকে তার গোপন স্থান থেকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 যেন তাহা পৃথিবীর প্রান্ত সকল ধরে, আর দুষ্টগণকে তাহা হইতে ঝাড়িয়া ফেলা যায়? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 ইয়োব, তুমি কি সকালের আলোকে কখনও বলেছো: পৃথিবীকে ধারণ কর এবং মন্দ লোকদের তাদের গোপন ড়েবা থেকে তাড়িত কর? অধ্যায় দেখুন |