ইয়োব 37:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 উত্তর দিক থেকে সোনার সমারোহ আসে ঈশ্বরের উপরে ভয়ঙ্কর মহিমা থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 উত্তর দিক থেকে সোনালী উজ্জ্বলতা আসে, আল্লাহ্র চারদিকে ভয় জাগানো মহিমা দেখা যায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 উত্তর দিক থেকে তিনি সোনালি ঔজ্জ্বল্য নিয়ে আসেন; ঈশ্বর অসাধারণ মহিমা নিয়ে আসেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 উত্তরে দেখা যাচ্ছে সোনালী আভা, ভয়াবহ প্রকাশে অন্বিত ঈশ্বর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 উত্তরদিক্ হইতে কাঞ্চনাভা আইসে, ঈশ্বরের ঊর্দ্ধে ভয়ানক প্রভা থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 ঈশ্বরও সেই রকম! পবিত্র পর্বত থেকে ঈশ্বরের স্বণার্ভ মহিমা বিকীর্ণ হয়। ঈশ্বরের চারদিকে উজ্জ্বল আলো আছে। অধ্যায় দেখুন |