ইয়োব 36:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 তাঁর কাজের গৌরব করতে ভুলবেন না, যে বিষয়ে লোকেরা গান গেয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 মনে রাখবেন, তাঁর কাজের মহিমা স্বীকার করা চাই, মানুষ কাওয়ালীর দ্বারা তার কীর্তন করেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 মনে রাখবেন, তাঁর সেই কাজের উচ্চপ্রশংসা করতে হবে, যাঁর প্রশংসা লোকেরা গানের মাধ্যমে করেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 লোকে তাঁর কীর্তির প্রশংসা করে আপনিও তাই করুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 মনে রাখিবেন, তাঁহার কার্য্যের মহিমা স্বীকার করা চাই, মনুষ্যগণ গান দ্বারা তাহা কীর্ত্তন করিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 ঈশ্বর যা করেছেন তার জন্য তাঁকে প্রশংসা করার কথা মনে রাখবেন। ঈশ্বরের প্রশংসা করে লোকে অনেক গান লিখেছে। অধ্যায় দেখুন |