ইয়োব 34:37 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী37 কারণ তিনি তার পাপের সঙ্গে বিদ্রোহ যোগ করেন; তিনি উপহাসে আমাদের মধ্যে হাততালি দেন; তিনি ঈশ্বরের বিরুদ্ধে অনেক কথা বলেন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 বস্তুতঃ তিনি গুনাহে অধর্ম যোগ করেন, তিনি আমাদের মধ্যে হাততালি দেন, আর তিনি আল্লাহ্র বিরুদ্ধে অনেক কথা বলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 তাঁর পাপে তিনি বিদ্রোহও যোগ করেছেন; ঘৃণাপূর্ণভাবে তিনি আমাদের মধ্যে হাততালি দিয়েছেন ও ঈশ্বরের বিরুদ্ধে অনেক কথা বলেছেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 তিনি যে শুধু পাপ করেছেন, তা নয়, ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন তিনি। তিনি আমাদের সকলের সামনে বাক্যবাহুল্যে ঈশ্বরকে বিদ্রূপ করেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 বস্তুতঃ তিনি পাপে অধর্ম্ম যোগ করেন, তিনি আমাদের মধ্যে হাততালি দেন, আর তিনি ঈশ্বরের বিরুদ্ধে অনেক কথা বলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 ইয়োব তাঁর অন্যান্য পাপের সঙ্গে বিদ্রোহ যুক্ত করেছেন। ইয়োব আমাদের অপমান করেন এবং ঈশ্বরের বিরুদ্ধে তাঁর অভিযোগ বাড়ান।” অধ্যায় দেখুন |