ইয়োব 34:36 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী36 আহা, ইয়োবকে যদি শেষ পর্যন্ত পরীক্ষিত হয় ভাল কারণ তার কথ পাপী মানুষদের মত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 আইউবের পরীক্ষা শেষ পর্যন্ত হলেই ভাল, কেননা তিনি অধার্মিকদের মত জবাব দিয়েছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 ওহো, একজন দুষ্টলোকের মতো উত্তর দেওয়ার জন্য যদি ইয়োবের চরম পরীক্ষা নেওয়া যেত! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 ইয়োবের কথাবার্তা যদি আগাগোড়া বিচার বিবেচনা করা যায় তাহলে দেখা যাবে তিনি দুষ্টলোকদের মতই কথা বলছেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 ইয়োবের পরীক্ষা শেষ পর্য্যন্ত হইলেই ভাল, কেননা তিনি অধার্ম্মিকদের ন্যায় উত্তর করিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 আমি আশা করি ইয়োবকে সম্পূর্ণরূপে পরীক্ষা করা হবে। কেন? কারণ ইয়োব আমাদের সেই ভাবেই উত্তর দিয়েছেন, যে ভাবে একজন মন্দ লোক উত্তর দেয়। অধ্যায় দেখুন |