ইয়োব 34:32 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 যা আমি দেখতে পাই না, তা আমায় শেখাও; আমি পাপ করেছি, কিন্তু আমি আর করব না।’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 যা দেখতে পাই না, তা আমাকে শেখাও; যদি অন্যায় করে থাকি, আর করবো না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 আমি যা দেখতে পাই না তা আমাকে শিক্ষা দাও; আমি যদি অন্যায় করে থাকি, তবে আমি আর তা করব না।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 আমি যা বুঝি না সেই বিষয় আমাকে শিখাও, আমি যদি অধর্ম করে থাকি তবে আর তা করব না।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 যাহা দেখিতে পাই না, তাহা আমাকে শিখাও; যদি অন্যায় করিয়া থাকি, আর করিব না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 আমি যা দেখতে পাই না তা আমাকে শেখান। যদি আমি ভুল করে থাকি সে ভুল আমি আর করবো না।’ অধ্যায় দেখুন |