ইয়োব 34:28 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 এই ভাবে, তারা গরিবদের কান্না তাঁর কাছে আনল; তিনি পীড়িতদের কান্না শুনলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 এভাবে দরিদ্রের কান্না তার কাছে আনা হল; আর তিনি দুঃখীদের কান্না শুনলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 তাদের কারণে দরিদ্রদের আর্তনাদ তাঁর কাছে পৌঁছেছে, ও অভাবগ্রস্তদের কান্না তিনি শুনে ফেলেছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 তাদের কার্যকলাপের ফলে দরিদ্রদের আর্তনাদ তাঁর অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 এইরূপে দরিদ্রের ক্রন্দন তাঁহার নিকট আনাইল; আর তিনি দুঃখীদের ক্রন্দন শ্রবণ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 ঐ মন্দ লোকরা দরিদ্রদের আঘাত করে ঈশ্বরের কাছে সাহায্য চাইতে বাধ্য করে। ঈশ্বর সেই সাহায্য চাইবার আর্তি শোনেন। অধ্যায় দেখুন |