ইয়োব 34:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 তিনি পরাক্রমীদের টুকরো টুকরো করে ভেঙ্গেছেন তাদের পথের জন্য যার আর কোন তদন্ত করার প্রয়োজন নেই; তিনি অন্যদের তাদের জায়গায় রেখেছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 তিনি বিনা সন্ধানে পরাক্রান্তদেরকে খণ্ড খণ্ড করেন, তাদের স্থানে অন্যদেরকে স্থাপন করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 বিনা তদন্তে তিনি পরাক্রমীদের চূর্ণবিচূর্ণ করেন ও তাদের স্থানে তিনি অন্যদের নিযুক্ত করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 পরাক্রান্তদের তিনি চূর্ণ করেন, এজন্য তাঁর তদন্তের প্রয়োজন হয় না, তাদের পদে তিনি অন্যদের প্রতিষ্ঠিত করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 তিনি বিনা সন্ধানে পরাক্রান্তদিগকে খণ্ড খণ্ড করেন, তাহাদের স্থানে অন্যদিগকে স্থাপন করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 কোন বিচার ছাড়াই ঈশ্বর শক্তিশালী লোকদের ধ্বংস করেন এবং অন্যান্য লোকদের নেতা হিসেবে মনোনীত করেন। অধ্যায় দেখুন |