Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 33:33 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

33 যদি না থাকে, তবে আমার কথা শুনুন; চুপ করে থাকুন এবং আমি আপনাকে প্রজ্ঞা শিক্ষা দেব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

33 যদি বক্তব্য না থাকে, তবে আমার কথা শুনুন, নীরব হোন, আমি আপনাকে প্রজ্ঞা শিক্ষা দিই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

33 কিন্তু যদি না থাকে, তবে আমার কথা শুনুন; নীরব থাকুন, ও আমি আপনাকে জ্ঞান শিক্ষা দেব।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

33 আর যদি আপনার কিছু বলার না থাকে, তাহলে নীরবে শুনুন আমার কথা, আমি আপনাকে জ্ঞানগর্ভ উপদেশ দিচ্ছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

33 যদি না থাকে, তবে আমার কথা শুনুন, নীরব হউন, আমি আপনাকে প্রজ্ঞা শিক্ষা দিই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

33 কিন্তু ইয়োব, যদি আপনার কিছু বলবার না থাকে, তাহলে আমার কথা শুনুন। চুপ করে থাকুন, আমি আপনাকে প্রজ্ঞা বিষয়ে শিক্ষা দিয়ে দেবো।”

অধ্যায় দেখুন কপি




ইয়োব 33:33
9 ক্রস রেফারেন্স  

এস, সন্তানেরা, আমার কথা শোন, আমি তোমাকে সদাপ্রভুুর ভয়ের শিক্ষা দিই।


হে নির্বোধেরা, চতুরতা শিক্ষা কর; হে নির্বোধ সব, সুবুদ্ধি হৃদয় হও।


আমার মুখ জ্ঞানের কথা বলে এবং আমার হৃদয়ের ধ্যান বোঝে।


আমার কথা আমার হৃদয়ের ন্যায়পরায়ণতার বাক্য বলবে; আমার ঠোঁট যা জানে, তারা অকপটে তা বলবে।


যদি আপনার কোন কথা থাকে, আমাকে বলুন; কথা বলুন, কারণ আমি প্রমাণ করতে চাই যে আপনি ন্যায়ী।


আবার ইলীহূ কথা বলতে থাকলেন:


মানুষ জীবনে কি চায়, অনেক দিন বাঁচতে ও একটি ভালো জীবন?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন