ইয়োব 33:25 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 তখন তার মাংস বাচ্চাদের থেকেও সতেজ হবে; সে তার যৌবন শক্তির দিনের ফিরে যাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তার দেহ বালকের চেয়েও সতেজ হবে, সে যৌবন কাল ফিরে পাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 তাদের শরীর এক শিশুর মতো সতেজ হয়ে যাক; তারা তাদের যৌবনের দিনগুলিতে ফিরে যাক।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 ওর শরীর তরুণ ও তাজা হয়ে উঠুক, যৌবনের দিনগুলিতে ও ফিরে যাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তাহার মাংস বালকের অপেক্ষাও সতেজ হইবে, সে যৌবনকাল ফিরিয়া পাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 তখন ঐ লোকটির দেহ আবার তারুণ্যে ভরে উঠবে। যুবকাবস্থায় তার দেহ যেমন ছিল, ঠিক সে রকম হয়ে যাবে। অধ্যায় দেখুন |