ইয়োব 33:23 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 কিন্তু যদি সেখানে কোন স্বর্গদূত থাকে যে তার মধ্যস্থকারী হতে পারে, একজন মধ্যস্থকারী, একজন হাজার জনের মধ্যে থেকে, তাকে দেখাতে কোনটা ঠিক কাজ, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 যদি তার সঙ্গে এক জন ফেরেশতা থাকেন, এক জন অর্থকারক, হাজারের মধ্যে এক জন, যিনি মানুষকে তার পক্ষে যা ন্যায্য, তা দেখান, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 তবুও যদি তাদের পাশে থেকে একথা বলার জন্য এক স্বর্গদূতকে, হাজার জনের মধ্যে থেকে একজন দূতকে পাঠানো হয়, যে কীভাবে ন্যায়পরায়ণ হওয়া যায়, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 হয়তো ঈশ্বরের সহস্র সহস্র দূতের মধ্যে একজন তার সহায় হবেন, যিনি মানুষকে তার কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 যদি তাহার সহিত এক দূত থাকেন, এক অর্থকারক, সহস্রের মধ্যে এক জন, যিনি মনুষ্যকে তাহার পক্ষে যাহা ন্যায্য, তাহা দেখান, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 ঈশ্বরের হাজার হাজার দেবদূত আছে; হয়তো তাদের একজন দূত ঐ লোকের ওপর নজর রাখছে। সেই দূত হয়তো ঐ লোকটার জন্যই বলে এবং সে যা ভালো কাজ করেছে সে সম্পর্কেই বলে। অধ্যায় দেখুন |