ইয়োব 33:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তা মাংস ক্ষয়ে চলে যায় যাতে তা দেখা না যায়; তার হাড়, একদিন দেখা যেত না, কিন্তু এখন বেরিয়ে পড়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তার মাংস ক্ষয় পেয়ে অদৃশ্য হয়, তার অদৃশ্য অস্থিগুলো বের হয়ে পড়ে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তাদের শরীর ক্ষয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়, ও তাদের অস্থি, যা এক সময় অদৃশ্য ছিল, তা এখন বেরিয়ে পড়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তার দেহ জীর্ণ ও শক্তিহীন হয়ে পড়ে অস্থিচর্মসার হয়ে পড়ে সে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তাহার মাংস ক্ষয় পাইয়া অদৃশ্য হয়, তাহার অদৃশ্য অস্থি সকল বাহির হইয়া পড়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 ঐ লোকটির গায়ের মাংস আর দেখা যায় না। ঐ লোকটির হাড়গুলো বেরিয়ে পড়ে। অধ্যায় দেখুন |