ইয়োব 33:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 ঈশ্বর গর্ত থেকে মানুষের জীবন বাঁচান, মৃত্যু থেকে তার জীবন রক্ষা করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তিনি কূপ থেকে তার প্রাণ, মৃত্যুর আঘাত থেকে তার জীবন রক্ষা করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 যেন খাত থেকে তাদের প্রাণ, তরোয়ালের আঘাত থেকে তাদের জীবন রক্ষা করতে পারেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তিনি সঙ্কট থেকে মানুষকে উদ্ধার করেন, তরবারির মুখ থেকে তার জীবন রক্ষা করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তিনি কূপ হইতে তাহার প্রাণ, অস্ত্রাঘাত হইতে তাহার জীবন রক্ষা করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 মৃত্যুলোক থেকে উদ্ধার করবার জন্য ঈশ্বর মানুষকে সতর্ক করে দেন। ধ্বংসোন্মুখ লোকদের পরিত্রাণ করার জন্য ঈশ্বর তা করেন। অধ্যায় দেখুন |