ইয়োব 32:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 যারা জ্ঞানী তারাই শুধু মহান নয়, বৃদ্ধরাই শুধু ন্যায়বিচার বোঝেন তা নয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 মহতেরাই যে জ্ঞানবান তা নয়, প্রাচীনেরাই যে বিচার বোঝেন তাও নয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 যারা বয়সে প্রাচীন তারাই যে শুধু জ্ঞানবান, তা নয়, বয়স্করাই যে শুধু যা সমুচিত তা বোঝেন, এরকম নয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 বয়স হলেই যে মানুষের জ্ঞান হয়, তা নয়, প্রবীণেরাই যে ভালমন্দ বিচার করতে পারেন, তা নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 মহতেরাই যে জ্ঞানবান, তাহা নয়, প্রাচীনেরাই যে বিচার বুঝেন, তাহাও নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 শুধুমাত্র বৃদ্ধ লোকরাই জ্ঞানী মানুষ নয়। কোনটা প্রকৃত ঠিক তা শুধুমাত্র বৃদ্ধ লোকরাই বোঝে এমনও নয়। অধ্যায় দেখুন |